বেরোবিতে অর্থনীতি বিভাগের ঐক্য উৎসব পালন

 প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৩, ১১:৫৫ অপরাহ্ন   |   সারাদেশ

বেরোবিতে অর্থনীতি বিভাগের ঐক্য উৎসব পালন

বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নানান আয়োজনে ব্যতিক্রম ভাবে অর্থনীতি বিভাগের ১৩ম ব্যাচের আয়োজনে সব ব্যাচের মিলনমেলার জন্য পালিত হয়েছে ঐক্য উৎসব। 


রবিবার (২৬ ফেব্রুয়ারি) কবি হেয়াত মামুদ ভবনের সামনে বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত এই উৎসব উদযাপন করা হয়।


কৃষ্ণা কমল রয় ও শৈালি রাফিয়া আনামের সঞ্চালনায় ঐক্য উৎসব অনুষ্ঠানটি উদ্বোধন করেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোরশেদ হোসেন।


অনুষ্ঠানে নাচ,গান, কবিতা আবৃতি, র্যাম্প শো, র্যাফেল ড্র, চিরকুটে অনুভূতি লিখে গাছে টাঙ্গিয়ে দেওয়া সহ নানান আয়োজন করা হয়। অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের কয়েকটিব্যাচ একসাথে হয়ে আনন্দের ছড়াছড়িতে এক মিলনমেলায় পরিনত হয়।


শিক্ষার্থীরা বলেন, ঐক্য উৎসব আমাদের কাছে সিনিয়র-জুনিয়রদের এক মিলনমেলা। এই উৎসবের মাধ্যমে আমাদের মাঝে আনন্দের জোয়ার বয়ে আনে। এই উৎসব বিশ্ববিদ্যালয়ে আমাদের বিভাগেই প্রথম আয়োজন। আমরা অনেক আনন্দিত। 


অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো: মোরশেদ হোসেন বলেন, অর্থনীতি বিভাগের ঐক্য উৎসবে আনন্দ-হাসি-গান-আলোর ঝলকানি যেমন আছে, তেমন আছে ছোটভাইদের প্রতি বড়ভাইদের স্নেহের বহিঃপ্রকাশ। এতে তাদের মধ্যে সম্পর্ক নিবিড় হবে, রেগিং বলে কিছু থাকবে না।

সারাদেশ এর আরও খবর: